ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবির অভিযানে ২ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করেছে বিজিবি। গতকাল সোমবার ভোরে অভিযান পরিচালনা করে এসব শাড়ি ও থ্রি-পিস জব্দ করে বিজিবি। এসবের মধ্যে রয়েছে ২ হাজার ২১টি শাড়ি ও ৩৬৬ পিস থ্রি-পিস। বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভোর ৪টার দিকে মালদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ করা হয়।
এদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মরাগাঙ্গের কান্দা এলাকায় র্যাবের একটি দল বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করেছে। গত রবিবার রাত ২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। র্যাব-১৪-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাবের একটি দল হাবিবুর রহমান (৩৫) নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বসতঘর থেকে ৩ হাজার ৭২০ কেজি ভারতীয় জিরা, ২১ হাজার ৫৯৮ পিস জনসন্স বেবি সোপ এবং ৪০ বস্তা ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি টাকা।