নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আড়াইহাজার উপজেলা যুবলীগের সহসভাপতি ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির চার নেতাসহ ১৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রবিবার রাতে মাদক সেবন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাসহ অন্য নয়জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে যৌথ বাহিনী। পরে গতকাল সোমবার বিকেলে আটকদের নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মায়মুন্নাহারের আদালতে হাজির করা হলে বিচারক শর্তসাপেক্ষে ১২ জনকে জামিন দেন। জামিনে মুক্তিপ্রাপ্তরা হলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, বাগাদী কান্দাপাড়া এলাকার মো. খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো. আবু মুছা ও রাসেল।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, আটকদের মধ্যে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আড়াইহাজারের যুবলীগের সহসভাপতি মো. হারুন অর রশিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বাকি ১২ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায়, পাঁচজনকে ৫৪ ধারায় ও একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত তাদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছে।