সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চাঁদপুরে অস্ত্র-গুলিসহ ৫ ডাকাত আটক

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ পিএম

চাঁদপুরে এলজি গান, ৩ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও একটি মিনি ট্রাকসহ ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকা থেকে ডাকাতদের আটক করে ডিবি পুলিশ। এ নিয়ে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

আটক ডাকাতরা হলেন- বেলাল হোসেন (৩৮), মো. সুজন (২৯), লিটন (২৫), আ. হালিম রকি (২৩) ও মামুন (৩৮)। তাদের সবার বাড়ি নোয়াখালী ও লক্ষীপুর জেলায়। 

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, শহরের ওয়ারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান এ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট যার নম্বর (১২-৫৭৫৬), তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।

তিনি জানান, চাঁদপুরে ইতিপূর্বে যে সব ঘটনা ঘটেছে, সেই বিষয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ডাকাতির মামলা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত