খুলনায় গত দুই দিনে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্টে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মোংলা পৌর আওয়ামী লীগ নেতা রয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবিব জানান, গত মঙ্গলবার যৌথ বাহিনী নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জন এবং বুধবার ১৩ জনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কেসিসির ১নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহাদাত মিনা, ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা লাভলু খান, মোংলা পৌর আওয়ামী লীগ নেতা নাসির হাওলাদার, সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ।
অভিযান সম্পর্কে কেএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহা. আহসান হাবিব বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে।