ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ওহাব আলী (৫০) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের মশির উদ্দিনের ছেলে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৪টায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রানীশংকৈল-পীরগঞ্জ সড়কের পুরাতন ইক্ষু সেন্টার এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই বাইসাইকেল চালক ওই ব্যক্তির মৃত্যু হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।