চলতি সপ্তাহেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে চলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এ বৈঠকের আগে এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘ইউক্রেন একদিন রাশিয়ার হতে পারে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এ কথা বলেন ট্রাম্প।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা (ইউক্রেন) রাশিয়ার সঙ্গে চুক্তি করতে পারে, নাও করতে পারে। তারা কোনো দিন রাশিয়ার দখলে যেতে পারে, আবার নাও হতে পারে।’
সমঝোতার পাশাপাশি নিজের লাভের কথাও তুলে ধরে তিনি বলেন, ইউক্রেনকে দেওয়া মার্কিন সহায়তার বিনিময়ে একটি লাভের প্রত্যাশা থাকতেই পারে। কিয়েভের প্রাকৃতিক সম্পদ, যেমন– বিরল খনিজ দিয়ে এর বিনিময় মূল্য দেওয়ার কথা ভাবা যেতে পারে।
সোমবার ট্রাম্প আরও বলেন, তিনি শিগগিরই ইউক্রেনে তার বিশেষ দূত কিথ কেলোগকে পাঠাবেন, যাকে যুদ্ধ বন্ধের প্রস্তাব তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে।
ট্রাম্প সংঘাতের দ্রুত অবসানের জন্য চাপ দিচ্ছেন, অন্যদিকে জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটনের কাছ থেকে কঠোর সুরক্ষা নিশ্চয়তা চাচ্ছেন।