শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

গদখালির ফুল চাষের জনক শের আলী মারা গেছেন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালির ফুল চাষের জনক মো. শের আলী সরদার মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই স্ত্রী, চার পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শের আলী ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের মৃত রহমান সরদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের প্রথম জানাজা জোহরের নামাজের পর পানিসারায় তার নিজ বাড়িতে এবং দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর পানিসারা ফুল মোড়ে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত