ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়েছেন।
তাকে ডিএসসিসির প্রশাসক হিসাবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রজ্ঞাপন জারি করা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন। এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন না।
মো. শাহজাহান এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিসিএস ১৫ ব্যাচের এই কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তাছাড়া চীন, অস্ট্রেলিয়া, মালোশিয়া, ইন্দোনিশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মঙ্গোলিয়া এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।
গত বুধবার রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।