আমাদের সমাজের চরম একটি বাস্তবতা হলো, সৎ মানুষকে দুই পয়সার মূল্যায়নও করা হয় না। সৎ মানুষকে অফিসে বেকুব মনে করা হয়। সমাজে তারা খুবই নিরীহ হিসেবে বেঁচে থাকে। যেখানে মানুষের অবস্থানকে টাকা দিয়ে মাপা হয়, সম্মান দেওয়া হয় ক্ষমতার বিচারে, সেই সমাজে ভালো মানুষ খুবই অসহায়।
অসৎ ও ক্ষমতাবানরাই সমাজের বিচার-ফয়সালা করে। অধিকাংশ ক্ষেত্রে চরিত্রহীনরাই অন্যকে প্রদান করে চারিত্রিক সনদপত্র। একজন সৎ মানুষকে সমাজের আদর্শ মেনে তরুণদের সামনে উপস্থাপন করা হয় কি? ইতিপূর্বে একজন প্রকৃত ভালো মানুষকে কী রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। সমাজের প্রকৃত ভালো মানুষদের আদর্শ হিসেবেও দেখা হয় না। বাস্তবতা হলো, সন্তানদের আদর্শ করা হয়েছে অসৎ চরিত্রের অধিকারী সম্পদশালী ঘুষখোর চাকরিজীবীদের।
আমাদের সমাজে প্রকৃত সৎ মানুষদের মূল্যায়ন করতে হবে। তাদের রাখতে হবে সামনের সারিতে। সমাজের গুরুত্বপূর্ণ স্থানে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে সমাজ আলোকিত হবে। ছোটরা তাদের দেখে সততার শিক্ষা পাবে। আমাদের আগামী হবে সুন্দর। আসুন আমরা সবাই মিলে সুন্দর সমাজ সুশৃঙ্খল দেশ গড়ি।