শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চার গোলের ম্যাচে চার লাল কার্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

এভারটন বনাম লিভারপুলের ম্যাচকে বলা হয় মার্সেসাইড ডার্বি। এ দুটি ক্লাবের ঘরের মাঠের দূরত্ব এক মাইলেরও কম। বুধবার রাতে খেলা ছিল গুডিসন পার্কে। এ মাঠে এটিই ছিল শেষ মার্সেসাইড ডার্বি। আগামী মৌসুম থেকে আরেক মাঠকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে এভারটন। এমন ঐতিহাসিক ম্যাচের শেষটাও হলো মনে রাখার মতো। ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল লিভারপুল। তবে যোগকরা সময়ের শেষ মুহূর্তে জেমস তার্কোস্কির গোলে সমতায় ফেরে স্বাগতিক এভারটন। আর চার গোলের ম্যাচের শেষটায় দেখা মিলেছে চার লাল কার্ডের।

প্রিমিয়ার লিগের ম্যাচে ১১ মিনিটে বেতোর গোলে এভারটন ১৬ মিনিটে সমতা টানেন আলেক্সিস ম্যাক অ্যারিস্টার। ৭৩ মিনিটে করা মোহামেদ সালাহ। মার্সিসাইড ডার্বিতে এই নিয়ে অষ্টম গোল করলেন মিসরের ফরোয়ার্ড, এর চারটি গুডিসন পার্কে। এবারের প্রিমিয়ার লিগে তার গোল হলো ২২টি, তিনটি কম নিয়ে তালিকার দুইয়ে আছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। একটা সময় মনে হচ্ছিল জয়টা লিভারপুলের জন্য শুধু সময়ের ব্যাপার। পাঁচ মিনিট যোগ করা সময় শেষে চলছিল খেলা। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে তার্কোস্কির ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন।

অতি উচ্ছ্বাসে মাঠে ঢুকে পড়েন কয়েকজন দর্শকও। শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ আর্না সøট এবং তার সহকারীকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। লিভারপুলের খেলোয়াড় কার্টিস জোন্সও দেখেন লাল কার্ড।

১৮৯২ সালে যাত্রা শুরু গুডিসন পার্কের। এই দুই দলের প্রথম অফিশিয়াল মার্সেসাইড ডার্বি ছিল ১৮৯৪ সালে। আর গুডিসনে ১২০ বার মুখোমুখি হলো দল দুটি। যেখানে দুই দলই সমান ৪১ বার করে জয়ের স্বাদ পেয়েছে। গোল করার হিসাবেও খুব বেশি পার্থক্য নেই। এভারটন গোল করেছে ১৪৩, লিভারপুল ১৪৯টি।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল লিভারপুল। গত সপ্তাহে দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে হেরে এফএ কাপ থেকে বিদায় নেয় তারা। এবার প্রিমিয়ার লিগে পয়েন্ট হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের সুবিধা করে দিল। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ৫০ পয়েন্টে দুইয়ে আর্সেনাল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত