সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চ্যাম্পিয়নস ট্রফির খবর

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১ এএম

শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সঙ্গে একই গ্রুপে থাকায় বাংলাদেশের গন্তব্য দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি সেখানেই ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন শান্ত-মিরাজরা। এরপর গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পাকিস্তানে উড়ে যাবে দল। তবে আসর শুরুর আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারির সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। মোহাম্মদ হারিসের নেতৃত্বে শাহিনসে আছেন আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহেবজাদা ফারহানরা। এ আসরে প্রস্তুতি ম্যাচ খেলাতে তিনটি পৃথক শাহিনস স্কোয়াড গঠন করেছে পিসিবি। যার বাকি দুটিতে নেতৃত্ব দিচ্ছেন শাদাব কান ও মোহাম্মদ হুরাইরা।

সহ-অধিনায়ক মিরাজ

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর তার এই লক্ষ্য পূরণে সহায়তাকারী হিসেবে মেহেদী হাসান মিরাজকে বেছে নিয়েছে বিসিবি। চারটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে মিরাজের। তবে এবারই প্রথম কোনো বৈশ্বিক আসরে বাংলাদেশের সহ-অধিনায়কত্ব করবেন এ অলরাউন্ডার। ২৭ বছর বয়সী মিরাজ বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন। বিপিএলের আগে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ও ওয়ানডেতে শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দেন তিনি। এর আগে নেতৃত্ব দিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে আরেকটি ওয়ানডেতে। এ চার ম্যাচের কোনোটিতেই অবশ্য জয় পাননি তিনি। তবে ভবিষ্যতের বিবেচনায় মিরাজকে বিবেচনা করা হচ্ছে ‘ক্যাপটেন ম্যাটেরিয়াল’ হিসেবে। এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়কের ডেপুটি করা হলো তাকে।

‘কিং’ ডাকে আপত্তি বাবরের

ইনজুরিতে সাইম আইয়ুব ঝরে যাওয়ায় নিয়মিত ওপেনার হারিয়েছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের আগে অধিনায়ক রিজওয়ানকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে বলেছিলেন, ‘কিং কার লেগা’, যার অর্থ রাজা করে নেবে। পাকিস্তান ক্রিকেটের ভক্ত-সমর্থকরা বাবর আজমকে ভালোবেসে ডেকে থাকেন এই নামে। সেই থেকে দলের অন্য ক্রিকেটাররাও। তবে ইদানীং এ নামে বেশ আপত্তি বাবর আজমের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলিখিত সেমিফাইনাল জিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পর বাবর বলেন, ‘দয়া করে আমাকে কিং ডাকবেন না। আমি রাজা নই। আমি এখনো সে স্তরে পৌঁছাইনি।’ সবশেষ ২০১৫ সালে ওয়ানডেতে ইনিংস উদ্বোধন করেছিলেন বাবর। ৯ বছর পর আবার তিনি ফিরলেন এই ভূমিকায়।

পিটারসেনের সেরা চার

বড় আসরের আগে তারকাদের ভবিষ্যদ্বাণী আসবেই। চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়ানোর আগেও চলছে সেই ধারা। একে একে নিজেদের পছন্দের দলগুলোর নাম উঠে আসছে রথি-মহারথিদের মুখ থেকে। এবার সেই তালিকায় যোগ দিলেন সাবেক ইংলিশ তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তবে আশ্চর্যের বিষয় ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালিস্ট হিসেবে দেখছেন না তিনি। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পিটারসেন নিজের ফেভারিট দুই দল হিসেবে নিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের নাম। আর এর সঙ্গে তিনি সেমিফাইনালে দেখছেন দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। বলেন, ‘এই পূর্বাভাস করাটা খুব কঠিন। স্টার্ক নাম প্রত্যাহার করায় আমি নাম নেব ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত