বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আগে স্থানীয় নির্বাচন পরে সংসদ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ এএম

সংস্কারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষেও মত রয়েছে দলটির। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আমরা আমাদের বক্তব্য লিখিতভাবে পেশ করেছি। লিখিতভাবে ২৩টি পয়েন্টে সুপারিশ করা হয়েছে। কিছু বিষয়ে তারা প্রাসঙ্গিক মতামত দিয়েছেন।

গোলাম পরওয়ার বলেন, আমরা বলেছি সংস্কার সম্পন্ন না করে নির্বাচন আয়োজন করলে, পূর্বে তিনটি নির্বাচনেরই পুনরাবৃত্তি হবে। নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু সম্পূর্ণ করতে হবে। পুরো রাষ্ট্রের সংস্কার করতে হবে আমরা এমনটা বলিনি। এটি সময়ের ব্যাপার, একটি নির্বাচিত সরকারের দায়িত্ব। অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করা।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন আয়োজন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, জনগণ স্থানীয় সরকার ব্যবস্থা সচল হোক এটি প্রত্যাশা করে। জনগণের আকাক্সক্ষাই হচ্ছে স্থানীর সরকারের নির্বাচনটা আগে হোক। আমরা এই আকাক্সক্ষার প্রতি সম্মান ও সমর্থন ব্যক্ত করেছি।

গোলাম পরওয়ার বলেন, আমরা আনুপাতিক প্রতিনিধিত্ব হারে বা প্রোপশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন চাই। আধুনিক বিশ্বের প্রায় ৬০টি দেশে এই ব্যবস্থা প্রচলিত। নির্বাচনকে কালো টাকা ও পেশিশক্তি মুক্ত করতে পারে এই ব্যবস্থা। জনপ্রতিনিধিত্ব আইনে ৯১ (এ) ধারা পুনর্বহালের দাবি জানিয়েছি। গত সরকার এটি বেআইনিভাবে বাতিল করেছিল।

জামায়াতে নিবন্ধন সংক্রান্ত প্রশ্নে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এটি নিয়ে আমাদের সঙ্গে ইসির কোনো আলোচনা হয়নি। আমাদের নিবন্ধনের বিষয়টি আদালতে মীমাংসার। আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত