দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানের এক হোটেলে অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। ন্যাশনাল ফায়ার এজেন্সির বরাত দিয়ে সিউল থেকে এ খবর জানায় এএফপি।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে ব্যানিয়ান ট্রি হোটেলের একটি নির্মাণস্থলে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সেই সময় প্রায় ১০০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন।
ন্যাশনাল ফায়ার এজেন্সির একজন কর্মকর্তা এএফপিকে জানান, আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। আমরা যখন পৌঁছাই, ততক্ষণে ঘন কালো ধোঁয়ায় ঘটনাস্থলে ঢেকে গিয়েছিল।
অগ্নিনির্বাপক বিভাগ সাংবাদিকদের জানায়, নির্মাণস্থলের প্রথম তলায় আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। শ্রমিকরা সেখানে নিরোধক উপকরণ মজুত রেখেছিল।