সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সারজিস বললেন

শিক্ষা নিন কার পেছনে দাঁড়াবেন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, ‘খুনি হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যাদের মাঠপর্যায়ে ব্যবহার করেছে তাদের টিস্যু পেপারের মতো বিপদের সময় ফেলে পালিয়ে গেছে। তাদের এখন শিক্ষা নিতে হবে কোন নেতার পেছনে দাঁড়াবেন, কাদের হয়ে কাজ করবেন। দেশের বাইরে থেকে আপনাদের উসকানি দেবে তাতে যদি আপনারা মাঠে নামেন তাহলে আপনারাই ভুক্তভোগী হবেন।

গতকাল রবিবার বিকেলে সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন সোনারগাঁ শাখার উদ্যোগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’  ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, ‘আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারিতেই আসছে। আমরা আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলামকে আহ্বান জানিয়েছি’ মন্ত্রণালয়ের ক্ষমতার চেয়ার ছেড়ে আমাদের জনতার কাতারে চলে আসেন। বিগত সময়ে দেশে যে রাজনৈতিক চর্চা ছিল তা আবার নতুন করে দেখতে পাচ্ছি। এটি তাদের রক্তে মিশে গেছে, তাই আন্দোলনকারীদেরও রাজনৈতিক নেতৃত্ব দিতে হবে। যারা আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে তাদেরই নেতৃত্বে থাকতে হবে। না হলে পেছনের সারির সুবিধাবাজ ‘অযোগ্য বা কম দেশপ্রেমী যারা তারা এ জায়গাটা নিয়ে নেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত