নানা অনিয়মের অভিযোগে যশোর, কক্সবাজার, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলার পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার তাদের পুলিশ সদর দপ্তরে এসে রিপোর্ট করতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরে পৃথক ওই নির্দেশনায় বলা হয়েছে, যশোর জেলার পুলিশ সুপার জিয়াউদ্দিন আহম্মেদ, নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, কক্সবাজার জেলার পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান তাদের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন।