বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কুয়েটে হামলার ঘটনায় উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ এএম

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ এবং চবি ছাত্রদলের মুখোমুখি অবস্থান দেখা গেছে।

কুয়েটের ঘটনায় রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে একযোগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইনকিলাব মঞ্চ এবং চবি ছাত্রদল। 

রাতে শাটল ট্রেন বিশ্ববিদ্যালয়ে পৌঁছালেই রেলওয়ে স্টেশনে বিক্ষোভ সমাবেশ করে চবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে বের হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড়ে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ। ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল জিরো পয়েন্ট মোড় পার হওয়ার সময় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়। ফলে এক পর্যায়ে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে একে অপরকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করে। পরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রাস্তা পার হয়ে শহীদ মিনার চত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করে। এদিকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে জিরো পয়েন্ট মোড়ে তাদের কর্মসূচি শেষ করে। 

আজকে দুপুরের পরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে হামলা চালায় সন্ত্রাসীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত