বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৩ পিএম

আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইনসহ তিন কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

গ্রেপ্তার আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়শুনই ফকিরবাড়ি এলাকার মো. জুয়েল রানা (২৬)। ভোলা জেলার সদর থানার দক্ষিণ চড়পাতা এলাকার মো. হোসাইন (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুতুবপুর বাহার এলাকার মো. ফয়সাল (১৯)। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত