সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাজধানীতে বাস-মোটরসাইকেল চাপায় নিহত ২

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৮:১৩ পিএম

রাজধানীর মালিবাগে বাসচাপায় পলাশ মোল্লা (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী আর এ্যালিফ্যান্ট রোডে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬১) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এই পৃথক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পলাশ মোল্লাকে হাসপাতালে নিয়ে আসা সৈয়দ জুলফিকার ও মো. ফয়সাল নামে দুই পথচারী জানান, মালিবাগ-মগবাজার ফ্লাইওভারের মালিবাগ-চৌধুরীপাড়া ঢাল দিয়ে নামার সময় ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেল আরোহী পলাশ মোল্লাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন তিনি। পথচারীরা তাকে বাসের নিচ থেকে বের করে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে  ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি জব্দ করেছে এবং বাসের চালককে গণপিটুনি দিয়েছে।

নিহতের ভাতিজা রেজওয়ান শরীফ জানান, পলাশের বাড়ি নড়াইলের কালিয়া থানার চর-বল্লাহাটি গ্রামে। বাবার নাম আক্তার মোল্লা। ১ ছেলে ও ১ মেয়ের জনক পলাশ মোল্লা। তিনি রাজধানীর দক্ষিণ বনশ্রীতে থাকেন। মতিঝিলে ‘বিনিময় মানি এক্সচেঞ্জ’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তার।

এদিকে, এ্যালিফ্যান্ট রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়া আব্দুল মান্নানের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার পলাশপাড়া গ্রামে। থাকতেন রাজধানীর জিগাতলা তল্লাবাগ রোডে। এ্যালিফ্যান্ট রোডের বিএস ভবনে পেন্টাগন টেইলার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক তিনি।

মার্কেটের আরেক ব্যবসায়ী সোয়েব হোসেন জিতু জানান, ইফতারের আগ মুহূর্তে তিনি বের হয়ে রাস্তার বিপরীত পাশে যাচ্ছিলেন ইফতারসামগ্রী আনতে। তখন দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি প্রায় ১শ গজ পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় তাকে। পরে মোটরসাইকেল চালকও ছিটকে পড়লে তাদেরউদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তবে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতাল থেকে কাউকে কিছু না বলে চলে যান ওই মোটরসাইকেল চালক। তার পরিচয় জানা যায়নি।

স্বজনরা জানান, তিন মাস আগে নিহত আব্দুল মান্নানের স্ত্রী নুরজাহান বেগম মারা গেছেন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত