বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দুই বন্ধু মিলে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার ( ৬ মার্চ) ভিকটিমের মা বাদী হয়ে ঘটনার সাথে জড়িত উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের কাওছার ও পার্শ্ববর্তী বায়রা ইউনিয়নের বাইমাইল গ্রামের হৃদয়কে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আরো ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ভুক্তভোগী জানায়, প্রেমের সূত্র ধরে রবিবার (২ মার্চ) সন্ধ্যার পর কাওছার বিয়ের কথা বলে বাড়ি থেকে রাস্তায় ডেকে নেন। পরে কাওছার ও তার বন্ধু হৃদয় তাকে মাথাভাঙা চকের কাঠবাগানে নিয়ে যায়। সেখানে দুজন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ সময় পালিয়ে গিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলেও রক্ষা হয়নি। ওই বাড়ি থেকে ধরে নিয়ে আসে। তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ ( ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, ‘এজাহার অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। সেখানে একজন ধর্ষণ করেছে বলে অভিযোগ করা হয়েছে, অপরজন সহযোগিতায় ছিল। তবে ভিকটিম যদি আদালতে ২২ ধারায় দুই জনের কথা বলে সেক্ষেত্রে ধারা সংযুক্ত করা হবে।’