বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ছুটি কাটুক বই পড়ায়

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৫:০৩ এএম

বই পড়ার জন্য ছুটির দিনের থেকে ভালো সময় আর হতেই পারে না। লম্বা ছুটির এই সময়টাতে বিশ্বনন্দিত শিশু-কিশোর উপযোগী কয়েকটি চিরায়ত বই পড়তে পারো। বইগুলো সম্পর্কে লিখেছেন ফয়জুর ইসলাম রিংকু

রবিনসন ক্রুসো

ইটপাথরের শহরে যারা স্কুল আর বাসা করে হাঁপিয়ে উঠেছ তাদের নিশ্চয়ই ইচ্ছা হয় সবুজ

প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে। যাদের সুযোগ আছে তারা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসতে পারো। আর যারা এখন সেটাও পারছ না তারা পড়তে পারো রবিনসন ক্রুসো বইটি। ড্যানিয়েল ডিফোর এই সাড়া জাগানো উপন্যাসটি ছেলে-বুড়ো নির্বিশেষে সবার পছন্দ হওয়ার মতো। আমরা অনেকেই মনে করি, যান্ত্রিকতার এই জীবন ছেড়ে যদি বনের সবুজে বাঁচতে পারতাম তবে কতই না ভালো হতো। কিন্তু সেই জীবনেও যে পদে পদে বিপদ রয়েছে তা বোঝা যায় রবিনসন ক্রুসো উপন্যাসটি পড়লে। তবে মানুষ যে প্রতিকূল অবস্থাতেও নিজের বুদ্ধি ও সহজাত প্রবৃত্তিকে কাজে লাগিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে এবং পরিস্থিতিকে নিজের অনুকূলে আনতে পারে সেটি উঠে এসেছে এই উপন্যাসে। অভিযানের রোমাঞ্চ আর অনুপ্রেরণা এই দুইয়ে মিলে উপন্যাসটিকে করেছে পাঠকপ্রিয়। পড়তে পারো বইটি।

মবিডিক

অভিযান, রোমাঞ্চ আর বিপদের হাতছানিময় কাহিনি যদি তোমার ভালো লাগে তাহলে পড়তে পারো আরেকটি উপন্যাস। এখন যে বইটির কথা বলব সেটি আধুনিক আমেরিকান ক্ল্যাসিক হিসেবে পরিচিত। হারমান মেলভিসের উপন্যাস মবিডিক। প্রকাশ হওয়ার পরে কিন্তু বইটি তেমন সাড়া ফেলতে পারেনি। এমনকি ঔপন্যাসিক হারমান মেলভিস নিজেও সাহিত্যিক হিসেবে খ্যাতিমান হননি জীবদ্দশায়। কিন্তু দিন যত গেছে মবিডিক ততই পাঠকপ্রিয় হয়েছে, জনপ্রিয় হয়েছে। মবিডিক এক সাদা তিমির নাম। দেখতে যেমন বিশাল, তেমনি রহস্যময় তার চালচলন। সমুদ্রগামী তিমি শিকারিদের স্বপ্ন সেই সাদা তিমিকে শিকার করার। তাদের মধ্যে কেউ কেউ প্রথমবারে ব্যর্থ হয়ে হাত, পা হারিয়েছেন, কেউবা প্রাণ। কিন্তু অঙ্গহানি হলেও তাকে শিকারের আশা তারা ছাড়েনি। তেমনই একটি অভিযানের কাহিনি নিয়ে রচিত মবিডিক উপন্যাসটি। 

আম আঁটির ভেঁপু

বাংলা সাহিত্যের অন্যতম সেরা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার আত্মজৈবনিক উপন্যাস হলো, পথের পাঁচালী। আত্মজৈবনিক উপন্যাস বলে এমন অনেক ব্যাপার বলে ছোটবেলার ঘটনা যেমন আছে তেমনি বড়বেলার। পথের পাঁচালীর কিশোর সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। গ্রামবাংলার সবুজ পরিবেশে একজন সাধারণ কিশোরের বড় হয়ে ওঠার দৃশ্য অসাধারণভাবে চিত্রায়িত করেছেন লেখক এই উপন্যাসে। মা, বোন ও পিসির সঙ্গে কিশোর অপুর যে অসাধারণ মানবিক সম্পর্ক দেখিয়েছেন তার তুলনা হয় না। বইটি তোমাদের ভালো লাগবে।

দ্য সিক্রেট গার্ডেন

সারা বিশ্বে ব্যাপক সমাদৃত আরেকটি কিশোর উপন্যাস হলো ফ্রান্সিস হজসন বার্নেটের দ্য সিক্রেট গার্ডেন। বইটি রচিত হয়েছে কিশোরী মেরিকে কেন্দ্র করে। মেরির বাবা ছিলেন ভারতীয় উপনিবেশের ব্রিটিশ কর্মচারী। মারাত্মক মহামারীতে বাবা-মাসহ সবাই মারা যাওয়ার পরে ছোট্ট মেরির লালন-পালনের দায়িত্ব পান তার আঙ্কেল আর্চিবাল্ড ক্রেভেনের ওপর। তিনি নিজেও ছিলেন না তেমন মিশুকে স্বভাবের। সেই বিশাল প্রাসাদে ঘুরতে ঘুরতে মেরি আবিষ্কার করে একটি গোপন বাগান যেখান থেকে একটি শিশুর কান্না শব্দ ভেসে আসে। এর পুরো যাত্রায় মেরির স্বভাবের দারুণ পরিবর্তন হয়। সে হয়ে ওঠে মানবিক ও সহানুভূতিপূর্ণ একজন ব্যক্তিতে। বইটি তোমাদের ভালো লাগবে।

আম আঁটির ভেঁপু ছাড়া বাকি তিনটি বইয়ের বাংলা অনুবাদ পাওয়া যায় বাজারে। খুব সহজেই সংগ্রহ করতে পারবে এগুলো। তোমাদের ছুটি আনন্দময় হোক!

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত