প্রথম অধ্যায় : কর্ম ও মানবিকতা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. গিজার পিরামিড তৈরিতে
র. কাজ করেছিল এক লাখ মানুষ
রর. সময় নিয়েছিল বিশ বছর
ররর. ব্যবহৃত পাথরের গড় ওজন ২৫-৮০ টন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২. কাদের হাত থেকে চীন সাম্রাজ্যকে রক্ষার জন্য চীনের মহাপ্রাচীর তৈরি হয়েছিল?
ক. আরব খ. মোঙ্গল
গ. জার্মান ঘ. জাপান
৩. চীনের মহাপ্রাচীর কত সালে তৈরি নির্মিত হয়?
ক. খ্রিস্টপূর্ব সপ্তম শতকে
খ. খ্রিস্টপূর্ব অষ্টম শতকে
গ. খ্রিস্টপূর্ব নবম শতকে
ঘ. খ্রিস্টপূর্ব দশম শতকে
৪. চীনের মহাপ্রাচীর কত কিলোমিটার দীর্ঘ?
ক. ৮৫০০ খ. ৮৫৬০
গ. ৮৬৫০ ঘ. ৮৮৫২
৫. তাজমহল ভারতের কোথায় অবস্থিত?
ক. জয়সলমীর খ. যোধপুর
গ. আগ্রা ঘ. মধ্যপ্রদেশ
৬. মেধাশ্রম
র. ইতিহাস লেখা রর. ছবি আঁকা
ররর. গবেষণা করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. আনা ফ্রাংকের জন্ম কোথায়?
ক. ফ্রাংক ফুর্ট খ. বন
গ. হেগ ঘ. হ্যানোভার
৮. আনা ফ্রাংকের পরিবার জার্মানি ছেড়ে কোথায় পালিয়ে আসে?
ক. হাঙ্গেরি খ. অস্ট্রিয়া
গ. নেদারল্যান্ডস ঘ. পোল্যান্ড
৯. আনা ফ্রাংক যে ডায়েরিতে তার আত্মগোপনের দিনলিপি তুলে ধরেন সে ডায়েরিটি তার কততম জন্মদিনে উপহার পাওয়া?
ক. দশম খ. একাদশ
গ. দ্বাদশ ঘ. ত্রয়োদশ
১০. আনা ফ্রাংকরা কত তারিখে নাৎসি বাহিনীর নিকট ধরা পড়েন?
ক. ১৯৪৪ সালের ৪ আগস্ট
খ. ১৯৪৪ সালের ৪ অক্টোবর
গ. ১৯৪৩ সালের ৪ আগস্ট
ঘ. ১৯৪৩ সালের ৪ অক্টোবর
১১. আনা ফ্রাংকের ডায়েরি কতটি ভাষায় অনূদিত হয়েছে?
ক. ৫০টি খ. ৬০টি
গ. ৭০টি ঘ. ৮০টি
১২. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নিয়ে ছবি এঁকেছেন কে?
ক. শিল্পাচার্য জয়নুল আবেদিন
খ. পটুয়া কামরুল হাসান
গ. শিল্পী হাশেম খান
ঘ. শিল্পী এস এম সুলতান
১৩. কত সালের মন্বন্তর ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?
ক. ১১৭৬ খ. ১২৭৬
গ. ১৩৭৬ ঘ. ১০৭৬
১৪. ছিয়াত্তরের মন্বন্তরে কত মানুষ মারা গিয়েছিল?
ক. প্রায় পঞ্চাশ লাখ খ. প্রায় এক কোটি
গ. প্রায় সোয়া এক কোটি ঘ. প্রায় দেড় কোটি
১৫. যারা আত্মমর্যাদাবান তারা কখনো
র. অন্যের খাতা দেখে লেখে না
রর. দুর্নীতি করে না
ররর. হীন কাজ করে না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. ঘ, ২. খ, ৩. ক, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. ক, ৮. গ, ৯. ঘ, ১০. ক, ১১. গ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ