সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নৈরাজ্য ডাকাতি মব কঠোরভাবে দমন করা হবে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৩৪ এএম

নৈরাজ্য তৈরির অপচেষ্টা, ‘মব জাস্টিস’ এবং ডাকাতির মতো ঘটনা সরকার কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

গতকাল রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন মাহফুজ আলম। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তথ্য উপদেষ্টা বলেন, ‘আজকে আলোচনা হয়েছে, লালমাটিয়া ইস্যুতে বা যেখানেই হোক না কেন, অপরাধী যে-ই হোক না কেন, কোনো জাত-ধর্ম দেখা হবে না। লিঙ্গও দেখা হবে না। ‘নারী, কী পুরুষ; যিনি অপরাধ করুন না কেন, যিনিই মব জাস্টিস করবেন না কেন, তিনি ধার্মিক হন, বিধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’ ইতিমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

সরকার সব ধরনের মবের বিষয়ে ‘জিরো টলারেন্স’ অবস্থান নিয়েছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘আগে যে মবগুলো হয়েছে, মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সে ব্যাপারে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা হবে, আমাদের জায়গা থেকেও মামলার ব্যবস্থা নিতে পারি। এর ভিত্তিতে আমরা অবশ্যই সামনে থেকে মব জাস্টিস পরিস্থিতি, এখানে-ওখানে ডাকাতি, অস্থিরতা ও নৈরাজ্য এসব বিষয়ে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত