মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

সড়ক উপদেষ্টা বললেন

১৫ রোজার মধ্যেই সড়ক সংস্কার করা হবে

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৬:৫৪ এএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল রবিবার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সড়ক উপদেষ্টা বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি লোক গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত এবং নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি।

তিনি আরও বলেন, ঢাকায় ছয়টা বাস টার্মিনাল এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কী অসুবিধা হচ্ছে, কোথায় কী হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত