বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

চৌধুরী আলমকে গুমের অভিযোগ

ট্রাইব্যুনালে অভিযুক্ত ১৮ জন

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৪৬ এএম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় অভিযোগ করা হয়েছে। এতে ১৮ জনকে অভিযুক্ত করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে চৌধুরী আলমের ছেলে আবু সাঈদ চৌধুরী এ অভিযোগ করেন। ১৪ বছর আগে ২০১০ সালের ২৫ জুন ফার্মগেটসংলগ্ন ইন্দিরা রোডের কালিন্দী অ্যাপার্টমেন্ট থেকে নিখোঁজ হন চৌধুরী আলম। আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি।

যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‌্যাবের সাবেক কর্মকর্তা কমান্ডার সোহায়েল (রিয়ার অ্যাডমিরাল হিসেবে বরখাস্ত), র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. মুজিবর, শেরেবাংলা নগর থানার সাবেক ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রিয়াজুল ইসলাম, র‌্যাব-২-এর সাবেক উপ-অধিনায়ক মেজর এরশাদ, মাটিকাটা অনলাইন গ্রুপের মালিক খান মো. আকতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন, ডিএসসিসির ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিসার উদ্দিন আহমেদ কাজল।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত