বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য হলেন ড. জিয়াউদ্দীন হায়দার। গতকাল সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে ড. জিয়াউদ্দীন হায়দারকে মনোনীত করা হয়েছে।’
জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়নের ক্ষেত্রে ড. জিয়াউদ্দীন হায়দার একজন অভিজ্ঞ ব্যক্তি। টেকসই স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এ পর্যন্ত এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার ৩৫টির বেশি দেশে কাজ করেছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের হয়ে স্বাস্থ্য, পুষ্টি এবং অন্যান্য সামাজিক ক্ষেত্রসহ একাধিক ক্ষেত্রে কাজ করেছেন ড. হায়দার। এর আগে বাংলাদেশে ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগে দায়িত্ব পালন করেছেন ড. হায়দার।
কর্মময় জীবনে থাইল্যান্ডের খাদ্য ও কৃষি সংস্থা, কানাডায় অসুস্থ শিশুদের জন্য হাসপাতাল গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয়, সুইজারল্যান্ডে গ্লোবার অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন এবং অস্ট্রিয়ার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায়ও ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন ড. হায়দার। সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি মহামারী বিদ্যায় পিএইচডি লাভ করেন তিনি।