বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রোজাদারকে ইফতার করানোর প্রতিদান

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

অফুরান বরকতের মাস রমজান। এ মাসের প্রতিটি সৎকাজে দেওয়া হয় অসংখ্য সওয়াব। পবিত্র এ মাসের অন্যতম অনুষঙ্গ ইফতার। কোনো রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। কাউকে ইফতার করালে মহান আল্লাহ নিজের পক্ষ থেকে সেটার প্রতিদান দেন, যা বান্দার প্রতি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ। হাদিসে এসেছে, হজরত যায়েদ ইবনে জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের মতো সওয়াব হবে। তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (সুনানে তিরমিজি) অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাল, তাকেও রোজাদারের সমান সওয়াব দেওয়া হবে। তবে তার (রোজাদারের) নেকি বিন্দুমাত্র হ্রাস করা হবে না। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক) হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাকে এক নারী ইফতারের জন্য দাওয়াত করল। তিনি তাতে সাড়া দিলেন এবং বললেন, ‘আমি তোমাকে বলছি, যে গৃহবাসী কোনো রোজাদারকে ইফতার করাবে, তাদের জন্য তার অনুরূপ সওয়াব হবে। নারী বলল, ‘আমি চাই আপনি ইফতারের জন্য আমার কাছে কিছুক্ষণ অবস্থান করুন। তিনি বললেন, ‘আমি চাই এ নেকি আমার পরিবার অর্জন করুক। (মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক)

আমাদের চারপাশে এমন অনেক দরিদ্র ও অসহায় রোজাদার আছেন, সারা দিন রোজা রাখার পর যাদের ভাগ্যে ন্যূনতম ইফতার জোটে না। কিংবা ইফতার জোটলেও তা তৃপ্তিদায়ক হয় না। আমরা যদি তাদের প্রতি একটু সহায়তার হাত বাড়িয়ে দিই তাহলে তারা ভালোভাবে ইফতার করতে পারবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত