বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পরের বন্ড কে?

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:০৭ এএম

পরবর্তী জেমস বন্ড যে ব্রিটিশ কোনো অভিনেতাই হতে চলেছেন, সেটা অনেকটা স্পষ্ট বলে মন্তব্য করেছেন এই চরিত্রে অভিনয় করা তারকা অভিনেতা পিয়ার্স ব্রসনান। সিক্রেট সার্ভিসের এজেন্টের চরিত্রটির দায়িত্ব কোনো ব্রিটিশ অভিনেতার ওপরেই বর্তানো উচিত বলেও মনে করেন তিনি।

ব্রসনান নিজে আইরিশ অভিনেতা। ১৯৯৫ থেকে ২০০২ পর্যন্ত জেমস বন্ড সিরিজের ৪টি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে বন্ড তারকা বলেছেন, জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির দীর্ঘদিনের প্রযোজকদের সৃজনশীল নিয়ন্ত্রণ অ্যামাজনের কাছে হস্তান্তর করা ‘সঠিক সিদ্ধান্ত’। ‘আমি আশা করি অ্যামাজন এমজিএম স্টুডিও মর্যাদা, কল্পনা এবং শ্রদ্ধার সঙ্গে কাজটি করবে এবং চরিত্রটি পরিচালনা করবে।’ ৭১ বছর বয়সী ব্রসনান টেলিগ্রাফকে বলেন, ‘সিনেমাগুলো আমি বারবারা এবং মাইকেলের সঙ্গে করেছি, তার জন্য আমি গর্বিত।’ ফেব্রুয়ারির শেষ নাগাদ অ্যামাজন এমজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়েছে। ওই চুক্তির ফলে উইলসন ও ব্রোকলির হাতে এককভাবে বন্ডের সৃজনশীল নিয়ন্ত্রণ আর থাকছে না।

সিনেমার নতুন পর্ব কবে আসবে, আগামী বন্ড কে হবেন, অন্য অভিনয়শিল্পী কারা হচ্ছেন সব কিছুর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এখন অ্যামাজন এমজিএম স্টুডিওর হাতে। ১৯৬২ সালে শন কনেরি অভিনীত জেমস বন্ডয়ের প্রথম ছবি ‘ড. নো’ দিয়ে ব্রিটিশ গুপ্তচরকে প্রথম পর্দায় আনা হয়। আর ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিতে শুরু করে গত ১৫ বছরে অত্যন্ত ব্যবসাসফল পাঁচটি জেমস বন্ড সিনেমায় অভিনয় করার পর ব্রিটিশ স্পাই চরিত্রটিকে ২০২১ সালে বিদায় জানান ড্যানিয়েল ক্রেইগ। ২০২১ সালের শেষের দিকে ‘নো টাইম টু ডাই’ মুক্তির মধ্য দিয়ে তার বন্ড অধ্যায় শেষ হয়। পর জেমস বন্ডের নতুন সিনেমা হবে এই সিরিজের ২৬তম সিনেমা।

 ২০২২ সাল থেকে নতুন বন্ড খুঁজতে আটঘাট বেঁধে নামেন উইলসন ও ব্রোকলি, যদিও তার কোনো ফলাফল আসেনি।

বন্ডের দায়িত্ব নেওয়ার পর অ্যামাজনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস এক্সে তার ৬৮ লাখ ফলোয়ারের কাছে জানতে চেয়েছিলেন, ‘নতুন বন্ড হিসেবে আপনাদের পছন্দ কে?’

বেজোসের প্রশ্নের উত্তরে ‘সুপারম্যান’ তারকা হেনরি ক্যাভিলের নাম বন্ড হিসেবে প্রস্তাব করেছেন সর্বোচ্চ সংখ্যক মানুষ। এবং ক্যাভিল নিজেও বন্ড হতে তার আগ্রহের কথা অতীতে প্রকাশ করেছিলেন।

এ ছাড়া বাজিকরদের হিসেবে জেমস নর্টন, অ্যারন টেলর-জনসন ও থিও জেমসের মতো ব্রিটিশ অভিনেতারা বুকমেকারদের পছন্দের তালিকায় রয়েছেন।

কিন্তু এই চরিত্রে কখনো যুক্তরাষ্ট্রের কোনো অভিনেতাকে পাওয়া যায়নি। তবে এবার এ চরিত্রের জন্য যে নামগুলোর প্রস্তাব এসেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অভিনেতা অস্টিন বাটলারের নাম এসেছে। এছাড়াও ব্রিটিশ অভিনেতার বাইরে আরও রয়েছেন, পল মেসক্যাল, সিলিয়ান মারফি ও এইডেন টার্নার এবং অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব এলোর্ডির নামও। ক্রেইগের বিদায়ের পর সে সময় বন্ড ফ্যাঞ্চাইজির পক্ষ থেকে বলা হয়েছিল, দুটি শর্তে কোনো নড়চড় নেই। সেগুলো হলো বন্ডের বয়স এবং উচ্চতা। নতুন বন্ডকে ৩০ থেকে ৩২ বছর বয়সী হতে হবে, যাতে দীর্ঘসময় তাদের সঙ্গে সেই অভিনেতা থাকতে পারেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উচ্চতা। নতুন বন্ডের উচ্চতা কম হলেও হতে হবে ৫ ফুট ১০ ইঞ্চি।

এছাড়া নির্মাতারা চাচ্ছিলেন, বন্ড হয়ে যে অভিনেতাই আসুন না কেন, তাকে আগামী অন্তত এক থেকে দেড় দশক বন্ড হয়ে থাকতে হবে। অভিনেতার অভিনয় গুণ এবং যাবতীয় শর্ত পূরণ হলে তবেই নতুন বন্ডের নাম ঘোষণা করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত