মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে ছাত্রদল কর্মী নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭:১২ এএম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অপূর্ব (২৫) নামের ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে চাষাঢ়া বালুরমাঠ এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সম্রাট নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব জানান, রাত সাড়ে ৯টায় শহরে ধর্ষণবিরোধী মশাল মিছিল শেষে বাসায় যাওয়ার পথে বালুরমাঠ এলাকায় অপূর্বকে ছুরিকঘাত করা হয়। তখন স্থানীয়রা ঘাতক এক যুবককে আটক করে।

সদর মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, ছুরিকাঘাতের ঘটনায় সম্রাট নামের এক যুবককে আটকের পর গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা। ঘাতক সম্রাট বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। হত্যাকা-ে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এদিকে, যশোরের চৌগাছায় স্বামীর লাঠির আঘাতে স্ত্রী রেকসোনা খাতুন (৩২) নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহত রেকসোনার স্বামী রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন।

চৌগাছা থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ঝগড়ার একপর্যায়ে স্বামী রাকিবুল ইসলাম স্ত্রীর মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহের পাশ থেকে রক্তাক্ত একটি বাঁশের খন্ড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।’

রাকিবুলের মা শাহনাজ বেগম জানান, রেকসোনা রাকিবের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলেকে খাওয়া-পরা দেওয়া নিয়ে রেকসোনা ও রাকিবুলের মধ্যে বিবাদ লেগেই থাকত। সোমবার সকালেও একই বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাকিবুল একটি বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি লুটিয়ে পড়ে। 

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত