রবিবার রাতে ঢাকায় পৌঁছেছেন হুয়ান লেসকানো। ৩২ বছর বয়সী এ আর্জেন্টাইন স্ট্রাইকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনে থাকা বসুন্ধরা কিংসের গোল খরা কাটানোর দায়িত্ব নিতে এসেছেন। ফরাসি স্ট্রাইকার জারেদ খাসাকে বিদায় দিয়ে শেষ পাঁচবারের লিগজয়ীরা মধ্যবর্তী দলবদলে উড়িয়ে এনেছে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ বয়সভিত্তিক দলে খেলা লেসকানোকে। ঢাকায় পা রেখেই নতুন দলকে সাফল্য এনে দেওয়ার কথা বলেছেন সর্বশেষ চিনের শীর্ষ লিগে খেলা এ নাম্বার নাইন।
সোমবার রাতে কিংস অ্যারেনায় রুমানিয়ান কোচ ভ্যালিরিউ তিতা ও তার আগে সকালে বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে লেসকানোর। সেখানে তার হাতে তুলে দেওয়া চুক্তিপত্র। ছোট করে ঢাকায় খেলতে আসার লক্ষ্যের কথা জানিয়েছেন লেসকানো, ‘উষ্ণ অভ্যর্থনার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আশা করি সবাই মিলে ক্লাবকে অনেক অনেক শিরোপা জেতাতে পারবো।’