মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

প্রথমবার একসঙ্গে

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:১৩ এএম

একটা সময় টিভি নাটকেই ব্যস্ততা বেশি ছিল শ্যামল মাওলার। টিভি নাটক, সিনেমায় এবং ওটিটি প্ল্যাটফর্মে একজন অনবদ্য অভিনেতা তিনি। প্রশংসা কুড়িয়েছেন সিনেমায় অভিনয় করেও। এখন ওটিটি প্ল্যাটফর্মেই কাজ বেশি তার। অন্যদিকে অভিনেত্রী সাবিলা নূরের নাটকে ব্যস্ততা একটু বেশি। হয়ে উঠেছেন এ প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। আছে ওটিটিতে কাজের অভিজ্ঞতাও। গত বছরের শেষ প্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। এবার ছোট পর্দার বড় এই দুই তারকা প্রথমবার একসঙ্গে একটি নাটকে জুটি বাঁধছেন। নাটকের নাম ‘মাকড়শা’। আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয়ে ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত।

নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শার গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’ পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনেই এক কথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেইসঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’

এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত