বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আইফা অ্যাওয়ার্ড উঠল যাদের হাতে

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০১:১৪ এএম

বলিউডের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার আইফা অ্যাওয়ার্ডের এবারের আসর অনুষ্ঠিত হয়েছে ভারতের ঐতিহ্যবাহী শহর জয়পুরে। বলিউড তারকাদের জমকালো উপস্থিতিতে এ আয়োজনে ছিল আকাশছোঁয়া উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজন। কে কোন বিভাগে সেরা হয়েছেন, আর কার ঝুলিতে গেছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার, তার বিস্তারিত নিচে দেওয়া হলো:

সেরা ছবি: লাপাত্তা লেডিস সেরা অভিনয় (পুরুষ) : কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩) সেরা অভিনয় (নারী) : নিতানশি গোয়েল (লাপাত্তা লেডিস) সেরা পরিচালনা: কিরণ রাও (লাপাত্তা লেডিস)

সেরা অভিনয় (নেগেটিভ চরিত্র) : রাঘব জুয়াল (কিল) সহায়ক ভূমিকায় সেরা অভিনয় (মহিলা) : জানকি বদিওয়ালা (শয়তান) সহায়ক ভূমিকায় সেরা অভিনয় (পুরুষ) : রবি কিষাণ (লাপাত্তা লেডিস)

সেরা গল্প (মৌলিক) : বিপ্লব গোস্বামী (লাপাত্তা লেডিস) সেরা গল্প (অভিযোজিত) : শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সুরতি এবং অনুকৃতি পান্ডে (মেরি ক্রিসমাস) সেরা পরিচালক হিসেবে অভিষেক: কুনাল কেম্মু (মাদগাঁও এক্সপ্রেস) সেরা অভিষেক (পুরুষ) : লক্ষ্য লালওয়ানি (কিল) সেরা অভিষেক (মহিলা) : প্রতিভা রান্তা (লাপাত্তা লেডিস)

সেরা সংগীত পরিচালক: রাম সম্পাথ (লাপাত্তা লেডিস) সেরা লিরিক: প্রশান্ত পান্ডে (লাপাত্তা লেডিস) সেরা গায়ক (পুরুষ) : জুবিন নটিয়াল (দুয়া ফরম আর্টিকেল ৩৭০) সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (ভুল ভুলাইয়া ৩ থেকে আমি যে তোমার ৩.০) সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলোই, রাহুল কার্পে (কিল) সেরা চিত্রনাট্য: স্নেহা দেশাই (লাপাত্তা লেডিস) সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুহাস জাম্ভলে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০) সেরা সম্পাদনা: জাবীন মার্চেন্ট (লাপাত্তা লেডিস) সেরা চিত্রগ্রহণ: রাফি মাহমুদ (কিল)

সেরা নৃত্য পরিচালনা: বস্কো-সিজার (ব্যাড নিউজের তওবা তওবা) সেরা ভিএফএক্স: রেড চিলিজ ভিএফএক্স (ভুল ভুলাইয়া ৩) ভারতীয় সিনেমায় অসাধারণ অবদানের জন্য পুরস্কার অর্জন করেন: রাকেশ রোশন

এদিকে ঝলমলে সেই রাতে শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুরসহ আরও অনেক তারকার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয় দর্শকরা। তবে অনুষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্ত ছিল শহিদ কাপুর ও কারিনা কাপুরের মঞ্চে মহাকাব্যিক পুনর্মিলন। তারা একে অপরকে আন্তরিকভাবে জড়িয়ে ধরেন, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত