সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আফগানদের নিষিদ্ধের আহ্বান

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৬:৩২ এএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আফগানিস্তান ক্রিকেট দলের সদস্যপদ স্থগিত করার দাবিতে আবেদন করেছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির পক্ষ থেকে আইসিসিকে পাঠানো ইমেইল বার্তায় এর পেছনের কারণ হিসেবে দেশটির তালেবান সরকারের দ্বারা শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদমিত করে রাখাকে উল্লেখ করা হয়েছে।

আইসিসি সভাপতি জয় শাহকে উদ্দেশ্য করে এ বিস্তারিত চিঠিটি গত ৩ ফেব্রুয়ারি পাঠায় হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিটির বিষয় ছিল: আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্থগিত করা এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন। এতে বলা হয়েছে, ‘আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) তালেবানশাসিত আফগানিস্তানের আইসিসি সদস্যপদ স্থগিত করার এবং দেশটির আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ অনুরোধ জানাচ্ছি। যত দিন পর্যন্ত নারী এবং মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণ করতে পারছে না, তত দিন পর্যন্ত এই পন্থা অবলম্বন করা হোক। পাশাপাশি আইসিসিকে আমরা জাতিসংঘের ব্যবসা এবং মানবাধিকার নির্দেশনা নীতিমালা মেনে মানবাধিকার নীতি বাস্তবায়নেরও আহ্বান জানাচ্ছি।’

হিউম্যান রাইটস ওয়াচ এমন আবেদনের পেছনের পটভূমিও বিস্তারিত ব্যাখ্যা করেছে চিঠিটিতে। সংস্থাটি লিখেছে, ‘২০২১ সালের আগস্টে আবারও ক্ষমতা গ্রহণের পর তালেবানরা মেয়েদের ওপর নিয়মনীতির দীর্ঘ এক তালিকা চাপিয়ে দিয়েছে, যা নারী ও মেয়েদের তাদের মৌলিক অধিকারের চর্চা থেকে বিরত রেখেছে। যেখানে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা, অনেক ধরনের চাকরিতে নিষেধাজ্ঞা ও ৬ষ্ঠ শ্রেণির ওপরে না পড়ানোর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এগুলো তাদের জীবন, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য, পানীয়সহ কার্যত সব অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।’ আফগান নারী দলের ক্রিকেটাররা বর্তমানে অস্ট্রেলিয়াতে শরণার্থী হিসেবে জীবন পার করছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত