ইরানে এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ পদক জিতে আসা বাংলাদেশ জাতীয় নারী দলকে বরণ করে নেওয়ার জন্য মঙ্গলবার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ অনুষ্ঠানে কাবাডির উন্নত প্রশিক্ষণের জন্য ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দেয় মন্ত্রণালয়।
জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। অনুষ্ঠানের শুরুতে তিনি ফুল দিয়ে বাংলাদেশ নারী কাবাডি দলের সদস্যদের বরণ করে নেন। এই সাফল্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন জানিয়ে সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘আমাদের নারী কাবাডি দল নিয়ে আমরা গর্বিত। মাননীয় ক্রীড়া উপদেষ্টা অনেক খুশি হয়েছেন নারী দলের এই অর্জনে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমরা আপনাদের সংবর্ধনা দিচ্ছি। কাবাডির অনেক সম্ভাবনা আছে। বড় বড় দলকে আমরা কীভাবে হারাতে পারি সেই পরিকল্পনা করতে হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আপনাদের সঙ্গে আছে। আগামীতে কাবাডির জন্য বাজেট বাড়ানো হবে। উন্নত প্রশিক্ষণের জন্য কাবাডি ফেডারেশনকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এর ফলে আমাদের নারী কাবাডি দল ভালো প্রশিক্ষণের মাধ্যমে আরও অনেক অর্জন এনে দিতে পারবে বলে আমরা বিশ্বাস করি।’ বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হাফিজুর রহমান খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে নারী দলের এই সাফল্যের জন্য ধন্যবাদ দিতে চাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। সব সময় কাবাডি ফেডারেশনের পাশে ছিল ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ দিতে চাই মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে। আগামীতে অনেক আন্তর্জাতিক আসর রয়েছে। সেই সব আসরগুলোতে ভালো করার সব চেষ্টাই আমাদের থাকবে।’ এর আগে সোমবার ব্রোঞ্জজয়ী বাংলাদেশ জাতীয় নারী দল ও নেপালের বিপক্ষে ৪-১ ব্যবধানে কাবাডি সিরিজজয়ী বাংলাদেশ জাতীয় পুরুষ দলকে সংবর্ধনা দেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। পুরুষ ও নারী উভয় দলকে কাবাডি ফেডারেশন থেকে ৫ লাখ করে টাকা দেওয়া হয়।