বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জামায়াত আমিরের বিবৃতি

প্রবাসীদের ভোটার করার উদ্যোগকে অভিনন্দন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৫ এএম

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের ইতিবাচক পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় জামায়াত আমির বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই দাবি অনেক পূর্ব থেকে আমরা করে আসছি। এরই মধ্যে নির্বাচন কমিশন ইতিবাচক পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এ উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই।

বার্তায় চারটি দাবি উত্থাপন করে জামায়াত আমির বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার আগামী নির্বাচনে নিশ্চিত করতে হবে। এই দাবি প্রবাসীদেরও। আমরা তাদের দাবির প্রতি বরাবর জোরালো সমর্থন ও সম্মান প্রদর্শন করে আসছি। দেশের তরুণ যুব সমাজের ভোটও একইভাবে নিশ্চিত করতে হবে এবং যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে তাদের ভোটার তালিকাভুক্ত করতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত