মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০৬ জন

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৭:০৬ এএম

ছিনতাই, চুরি ও ডাকাতির মতো ঘটনায় রবিবার রাত ১২টার পর থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি গণমাধ্যম শাখা।

উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রয়েছে ১৭ জন ডাকাত, ২০ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চারজন চাঁদাবাজ, ১৪ জন চোর, ১৩ জন চিহ্নিত মাদক কারবারি, ২৯ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহার করা অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত