মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মাত্র ১২০০ টাকায় হেলথ চেকআপ 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৯:৫৮ পিএম

বিশ্ব কিডনি দিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) ও আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে চিকিৎসকরা বিনামূল্যে রোগীদের চিকিৎসা পরামর্শ দেবেন। কিডনি সম্পর্কিত সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষাও করা হবে বিনা মূল্যে। মাত্র ১২০০ টাকায় ৫টি পরীক্ষা করা যাবে। এগুলো হলো- আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, সিবিসি, ইউরিন আরই এবং সিরাম ক্রিয়েটিনিন। এ ছাড়া পাঁচজন দরিদ্র রোগীকে এক বছর পর্যন্ত বিনামূল্যে ডায়ালাইসিস করবে হাসপাতালটি। 

বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী, মগবাজার অবস্থিত এই হাসপাতাল ভবনে এই ক্যাম্প চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিশ্ব কিডনি দিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) উপলক্ষে ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে রাজধানীর বিভিন্ন গুরত্বপূর্ণ এলাকায় পোস্টার লাগানো এবং লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক ভিডিও প্রচার করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত