২০১০ সালের এই দিনে মৃত্যুবরণ করেন বাংলাদেশের সাংবাদিক ও ভাষাসৈনিক কে জি মুস্তাফা। পুরো নাম খোন্দকার গোলাম মোস্তফা। জন্ম ১৯২৮ সালে সিরাজগঞ্জের কুড়িপাড়ায়। বাবা খোন্দকার ওয়াসিউজ্জামান ও মা তাহিয়াতুন্নেসা। ১৯৪৪ সালে সিরাজগঞ্জের বানোয়ারীলাল বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন এবং প্রথমে পাবনা এডওয়ার্ড কলেজ ও পরে কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েট পড়েন। ইসলামিয়া কলেজে পড়াশোনার সূত্রে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে পরিচিত হন এবং ঘনিষ্ঠ হয়ে ওঠেন। ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ডিগ্রি লাভ করেন। এমএ পাঠকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে বঙ্গবন্ধুর সঙ্গে যুক্ত হন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৫৭ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন। ইসলামিয়া কলেজে পড়াকালে পেশা হিসেবে সাংবাদিকতাকে গ্রহণ করেন এবং কলকাতার দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেন। পরবর্তী সময়ে দৈনিক ইনসাফ, দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, দৈনিক পূর্বকোণ ও সংবাদ পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দৈনিক মুক্তকণ্ঠের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ ‘একুশে পদক’ লাভ করেন। এ ছাড়া সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য অনেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। দীর্ঘকাল কমিউনিস্ট আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন।