বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এক মাসের যুদ্ধবিরতিতে সম্মত কিয়েভ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৩৮ এএম

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের শেষে এই ঘোষণা দেওয়া হয়েছে। সৌদি আরবে ওই আলোচনার পর ইউক্রেন জানায়, তারা রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সাময়িক যুদ্ধবিরতিতে রাজি আছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি  জানায়, জেদ্দার ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক অংশ নেন। তবে ওই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র-ইউক্রেনের দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অবিলম্বে একটি অন্তর্বর্তীকালের যুদ্ধবিরতি কার্যকর হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতায় এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী ৩০ দিনের জন্য সম্পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা হবে। এটি কেবল ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা ব্যবহার অথবা কৃষ্ণসাগর এলাকার জন্য নয়, বরং পুরো যুদ্ধক্ষেত্রের জন্যই এই বিরতি প্রযোজ্য হবে। বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তিনি রাশিয়ার কাছে এই প্রস্তাবটি উপস্থাপন করবেন। রাশিয়া এই প্রস্তাব গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হবেন বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, যুদ্ধবিরতিতে সম্মত হতেই ইউক্রেনের জন্য স্থগিত সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় সুবিধা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ শিগগিরই একটি চুক্তি সম্পন্ন করবে, যা ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশটির অর্থনীতি সম্প্রসারণ করবে এবং দীর্ঘমেয়াদে নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করবে। তবে খনিজ সম্পদের কথা উল্লেখ করা হলেও জেলেনস্কির বহুল আকাক্সিক্ষত নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি উপেক্ষা করা হয়েছে বলে আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে। জেলেনস্কি বলেছেন, নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি এখনো অন্তর্ভুক্ত হয়নি বলেই মনে হচ্ছে। হয়তো এটি নিয়ে পরে আলোচনা হবে। সম্প্রতি ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নজিরবিহীন বাগ্বিতণ্ডার পর দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক ছিল এটি। হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি আশা করছেন পুতিন শান্তি প্রস্তাবে রাজি হবেন। সংঘাত নিরসনে দুই পক্ষেরই সম্মতি দরকার উল্লেখ করে তিনি আরও আশা প্রকাশ করেছেন, হয়তো কয়েকদিনের মধ্যেই চুক্তি করা সম্ভব হবে। সেই সঙ্গে জেলেনস্কিকে আবারও ওয়াশিংটনে আমন্ত্রণ জানানোর বিষয়ে প্রস্তুত আছেন বলেও জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালৎজ কয়েক দিনের মধ্যে রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে এ সপ্তাহে মস্কো সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন।

তবে রাশিয়া এখনো এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তবে মঙ্গলবার জেদ্দার আলোচনা শুরুর আগে তারা বলেছিল, বৈঠকের ফলাফলের বিষয়ে যুক্তরাষ্ট্র ঘোষণা দেওয়া পর তারা একটি বিবৃতি দেবে। তবে রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান কস্টানন্টিন কসাচেভ বলেছেন, যে কোনো সম্ভাব্য চুক্তি হবে আমাদের শর্তানুযায়ী, যুক্তরাষ্ট্রের না। প্রভাবশালী এই রাশিয়ান আইনপ্রণেতা আরও বলেন, আসল ও বাস্তবসম্মত চুক্তি এখনো লেখা হয়নি। কারণ রাশিয়ার সেনারা ইউক্রেনে আরও অগ্রসর হচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সম্ভাবনা রাশিয়া উড়িয়ে দিচ্ছে না। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করেছিল। সাম্প্রতিক সময়ে যুদ্ধে অগ্রগতি পাচ্ছে মস্কো। গত তিন বছরে রুশ বাহিনী ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিজেদের দখলে নিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যখন জেদ্দায় আলোচনা চলছিল, তার আগে মস্কোয় ড্রোন হামলায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। রাশিয়া বলছে, এর মানে হলো ইউক্রেন যুদ্ধ বন্ধের কূটনীতিকে প্রত্যাখ্যান করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত