মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাড়ছে গরম কমছে রান

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৩০ এএম

পঞ্জিকা বলছে এখনো ফাল্গুন মাস, তবে জলবায়ু পরিবর্তন আর নগরের ইটপাথর কারখানার উত্তাপ মিলেমিশে ফাগুন হাওয়াতেই চৈত্রের দাবদাহের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। একই সঙ্গে চলছে সিয়াম সাধনারও মাস। ক্রিকেটারদের অনেকেই রোজা রেখে ম্যাচ খেলেন, তাই চলমান ঢাকা প্রিমিয়ার লিগের চতুর্থ রাউন্ডে এসে শেয়ারবাজারের আকস্মিক মূল্যপতনের মতোই রানে ভাটার টান। গতকাল বুধবার হয়ে যাওয়া ৩টি ম্যাচের একটিতেও দলীয় সংগ্রহ ২০০ পার হয়নি।

আগের ম্যাচেই রান উৎসব করে দেশের ঘরোয়া লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া প্রাইম ব্যাংক তাদের পরের ম্যাচে প্রায় দেউলিয়া। মোহাম্মদ নাঈম ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে বড় ইনিংস খেলার পর লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেও বুধবারে ৮১ রানের ইনিংস খেলেছেন। কিন্তু দলের কারও ন্যূনতম সহযোগিতাটুকুও পাননি। প্রাইম ব্যাংক অলআউট হয়েছে ১৫২ রানে, তাতে ৮১ রান অর্থাৎ প্রায় ৬০ শতাংশ রান করেছেন নাঈম একাই। তার দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসটি ২০ রানের, করেছেন শাহাদাত হোসেন। এরপরের রানটা ১১, শামীম হোসেনের। এই বিকেএসপিতেই পড়েছেন, এখানেই খেলেছেন অনেক ম্যাচ, সেখানেই শামীমের ১১। বাকি ৮ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের রান করতে পারেননি। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাইফ হাসান, যার মূল পরিচিতি উদ্বোধনী ব্যাটসম্যান তবে এর পাশাপাশি অফস্পিন বলও করেন। কেন মিচেল ব্রেসওয়েলের মতো সাধারণ মানের অফস্পিনারকেও জাতীয় দলে দেড় যুগের বেশি সময় কাটিয়ে দেওয়া ক্রিকেটাররা খেলতে পারেন না, তার একটা কারণ হয়তো ঘরোয়া লিগেই স্পিন খেলতে না পারার ব্যর্থতা। ৩ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।২৯.৫ ওভারে ১৫২ রানে অলআউট প্রাইম ব্যাংক, যে রানের চেয়ে বেশি নাঈম একাই করেছিলেন আগের ম্যাচে। এমন পুঁজি নিয়ে ২০ ওভারের ক্রিকেটেও লড়াই করা যায় না, আর ঢাকা লিগ তো ৫০ ওভারের ম্যাচ। তানজিদ হাসান তামিম (৬৮) ও সৌম্য সরকারের (৫০*) হাফসেঞ্চুরিতে ২৩.২ ওভারে ১৫৪ রান তুলে জিতে গেছে রূপগঞ্জের কিংবদন্তিরা। ম্যাচসেরা সাইফ হাসান।

বিকেএসপির আরেক মাঠে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তামিম ইকবাল। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে তামিমের ৯৬ বলে ১০৫* রানের ইনিংসে মোহামেডান জিতেছে ৯ উইকেটে। আগে ব্যাট করা ব্রাদার্স অলআউট হয়েছে ১৮৭ রানে, সর্বোচ্চ ৪৩ রান করেছেন প্রায় সমান বয়সী ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ তান্না, ২০০১-০২ মৌসুম থেকে যার ঢাকা লিগ খেলার অভিজ্ঞতা। ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম, ৩ উইকেট আবু হায়দার রনির। তামিমের ১০৫* আর মাহিদুল ইসলাম অঙ্কনের ৭৫* রানের ইনিংসে ৩২.৫ ওভারেই ১৯১ রান করে জিতে যায় মোহামেডান। নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন মেহেদী হাসান মিরাজ, একমাত্র আউট হওয়া ব্যাটসম্যানটাই যে তিনি! ইনিংসের গোড়াপত্তনে নেমে ২ রান করে আউট হয়েছেন।

মিরপুরে খেলা শুরু হতে না হতেই যেন শেষ। আবাহনী লিমিটেডের বিপক্ষে পারটেক্স অলআউট হয়েছে মাত্র ১০০ রানে। ৩৩ ওভার ১ বল স্থায়ী তাদের ইনিংসে ৩৬ রান জয়রাজ শেখের, ২৩ রান করেন অধিনায়ক সাব্বির রহমান আর ১৩ রান করেন আদিল বিন সিদ্দিক। এর বাইরে সবাই এক অঙ্কের ঘরে রান করে আউট হয়েছেন। মাহফিজুর রহমান রাব্বির বামহাতি স্পিনে ঘায়েল হয়েছেন ৫ জন। ১০১ রান তুলতে আবাহনীর লেগেছে ১৪.৩ ওভার। পারভেজ ইমনের ৫৫ আর মোসাদ্দেক হোসেনের ৩৭ রানে মাত্র ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলে দুপুরের ভেতরেই খেলা শেষ করে দিয়েছে আবাহনী।

৪ ম্যাচ করে খেলেছে এখন পর্যন্ত ৪টি দল। ৩টি দল জিতেছে ৩ ম্যাচ আর হেরেছে ১ ম্যাচ, সবারই পয়েন্ট ৬ করে। তাদের ভেতর রান রেটে এগিয়ে সবার ওপরে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরপরই আবাহনী ও মোহামেডান। ২ জয় আর ২ হার থেকে ৪ পয়েন্ট নিয়ে চারে প্রাইম ব্যাংক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত