ফেভারিটই ছিল দুই দল, ম্যাচের ফলও হয়েছে তেমন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও নিজেদের ম্যাচে সহজ জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ ও ইন্তার মিলান। জার্মান ডার্বিতে বায়ার্ন ফের হারিয়েছে বায়ার লেভারকুসেনকে। এবার লেভারকুসেনের মাঠে তাদের জয়ের ব্যবধান ২-০ গোলের। প্রথম লেগে ৩-০ গোলে জিতেছিল বায়ার্ন। ইন্তার এবারও ফিয়েনুর্দের জালে গোল দিয়েছে দুটি। তবে এক গোল হজম করায় দুই লেগ মিলিয়ে অগ্রগামিতা দাঁড়িয়েছে ৪-১।
বায়ার্নের হয়ে জালভেদ করেন হ্যারি কেইন ও আলফনসো ডেভিস। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন তিনি। বয়সের সঙ্গে সঙ্গে কেইন আরও ক্ষুরধার হচ্ছেন বলে মনে করছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। বলেছেন, ‘দলে যখন এমন একজন শীর্ষ পর্যায়ের ফুটবলার থাকে, যে তরুণ খেলোয়াড়ের মতো দৌড়াতে ও লড়াই করতে চায়, তখন সেটা দলকে সাহায্য করে। প্রতিপক্ষ হিসেবে আমি তার বিপক্ষে খেলেছি এবং বয়সের সঙ্গে সে আরও ভালো হয়ে উঠছে। তার মতো এমন মান থাকলে সাফল্য আসবেই।’
লাৎসিও ও পরে ইন্তারের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়নস লিগে এখনো বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিততে পারেননি কোচ সিমোন ইনজাগি। এবারও ইনজাগির দল লড়ছে চোট সমস্যার সঙ্গে। তবে ব্যর্থতার বৃত্ত ভাঙতে প্রস্তুত তিনি। বলেছেন, ‘খুবই কঠিন একটি ম্যাচ হবে। এখন পর্যন্ত যেভাবে খেলেছি, এই ম্যাচেও সেভাবে নামব। সবাইকে ঠিকমতো পাওয়ার আশা করছি।’ এপ্রিলে কোয়ার্টারের লড়াইয়ের আগে ঠিকই ছক কষে নেবেন বলে বিশ্বাস ইন্তার কোচের।