ভারতের তরুণ ওপেনার শুবমান গিল আবারও আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপসকে পেছনে ফেলে তিনি আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে সেরা খেলোয়াড় হয়েছিলেন শুবমান।
গত ফেব্রুয়ারি মাসে ৫টি ওয়ানডে খেলে ১০১.৫০ গড় ও ৯৪.১৯ স্ট্রাইক রেটে শুবমান করেছেন ৪০৬ রান। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জয়ের সিরিজে টানা তিন ইনিংসেই খেলেছেন পঞ্চাশ ছাড়ানো ইনিংস। জিতেছিলেন সিরিজসেরার পুরস্কার। চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের প্রথম ম্যাচেই খেলেছেন অপরাজিত ১০১ রানের ইনিংস। ফাইনালে করেন ৩১ রান। নারীদের বিভাগে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। টানা তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে আইসিসির মাসসেরা নারী খেলোয়াড় হলেন কিং।