মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আট উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া : প্রেস সচিব

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৬ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত ছড়ানো খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো ‘অনুমোদনপত্র’ নিয়ে গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভুয়া ও বানোয়াট’।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস এর’ ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।

এর আগে ফেসবুকে আট ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ, ২০২৫। এতে বলা হয়, আট ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে ‘শপথের জন্য কার্যকর করা হলো’। ‘অনুমোদনপত্র’ প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে। তবে স্বাক্ষর নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত