বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে জেলার চান্দিনা উপজেলা ও পার্শ¦বর্তী চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতি হওয়া দেশি-বিদেশি টাকাসহ একটি পিকআপ, দুটি কিরিচ, দুটি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি দেশি কুড়াল, একটি লোহার শাবল ও একটি মোটা রশি উদ্ধার করা হয়। গতকাল বুধবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার নাজির আহমেদ খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত