সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুজনের যাবজ্জীবন

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদ- দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মৃত মিনহাজ উদ্দিনের ছেলে জিয়া বেপারি (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর এলাকার মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)। এদের মধ্যে জিয়া বেপারি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলন।

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান দুই আসামির যাবজ্জীবন কারাদ-ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘২০২০ সালের একটি মাদক মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। তাদের একজন আদালতে উপস্থিত ছিলেন, অন্যজন পলাতক রয়েছেন।’

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত