ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা দুই বাংলাদেশি নাগরিক হলেন শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুঁইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সে সময় তারা বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।