মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৭:০২ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফেরত আসা দুই বাংলাদেশি নাগরিক হলেন শ্যামল বিশ্বাস (৬৬) ও রতন সরকার (৫৮)।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুঁইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সে সময় তারা বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। বিএসএফ তাদের ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহ্বান জানায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত