রোববার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বাকরুদ্ধ পিতা!

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৩ পিএম

দেশব্যাপী আলোচিত মাগুরার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা। আজ বৃহস্পতিবার দুপরে এলাকায় মেয়ের মৃত্যুর খবর পৌঁছলে শিশুটির বাবা মানসিকভাবে অসুস্থও হয়ে পড়েন। সেই সঙ্গে এলাকাবাসী এ ঘটনার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন।

গত বুধবার (৫ মার্চ) রাতে মাগুরা শহরের নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় আট বছর বয়সী ওই শিশু। ধর্ষক তাকে হত্যারও চেষ্টা চালায়।

ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় গত ৮ মার্চ ভুক্তোভোগী শিশুটির মা (আয়েশা বেগম) বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় গ্রেপ্তারকৃতরা হচ্ছে বড় বোনের শ্বশুর হিটু শেখ (৪৫), শাশুড়ি জাহিদা বেগম (৪০), বড় বোনের স্বামী সজীব শেখ (১৯) ও ভাসুর রাতুল শেখ (২৫)। মাগুরা সদর থানা পুলিশ শ্বাশুড়ি ও ভাসুরকে শনিবার পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামের বাড়ি থেকে আটক করেছে।

এর আগে ৯ মার্চ গভীর রাতে আসামিদের মাগুরার চিফ জুডিসিয়াল আদালতে উপস্থিত করে রিমান্ড শুনানি হয়। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল মতিন প্রধান অভিযুক্ত হিটু শেখকে ৭ দিন ও আসামি জাহিদা বেগম, সজীব শেখ ও রাতুল শেখকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত