মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

আশুলিয়ায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

শিল্পাঞ্চল আশুলিয়ার বগাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা মাসুদ রানাসহ (৩৫) চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডের একটি খাবার হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নেত্রকোনা সদর থানার তিউসিড়ী গ্রামের মো. হাসানের ছেলে মো. মাসুদ রানা (৩৫), কুড়িগ্রাম জেলার অলিপুর থানার মো. রফিকুল ইসলামের ছেলে মো. বিপ্লব ইসলাম, ময়মনসিংহ জেলার ভালুকা থানার এলাহী শেখের ছেলে আল আমিন শেখ (২৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ীর গজারিয়া থানার কেসমতের ছেলে জহির (৪৪)।

র‍্যাব-৪ জানায়, আশুলিয়ার বাগাবাড়ী বাজার এলাকায় চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে মফিজ শেখ নামে এক দোকানিকে ছিনতাই করা চেষ্টা হয়। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করেন। কাজ শেষে বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকার শান্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে ছিনতাইকারী দলের ৪ সদস্য তাকে ঘিরে ধরে এবং জোর করে চেতনানাশক মিশ্রিত চা খাওয়ানোর চেষ্টা করে। পরে ঐ ব্যক্তির সন্দেহ হলে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। তখন আমাদের টহলরত র‍্যাবের কাছে ওই ব্যক্তি  সহায়তা চাইলে তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় ছিনতাইকারীদের আটক এবং তল্লাশি করে ৪.৯ গ্রাম চেতনানাশকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশুলিয়ার আশপাশে চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে মূল্যবানসামগ্রী ছিনতাই করে আসছিল। আসামিদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত