চট্টগ্রামের পটিয়ায় মো. গাফফার (৩০) নামে এক যুবককে পিটিয়ে ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে পৌরসভার বৈলতলী রোডের দান বাক্স এলাকায় এ ঘটনা ঘটে।
গাফফার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানিতে চাকরি করেন। গত তিন মাস ধরে পরিবার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
জানা গেছে, কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালিয়ে ছিনতাই করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সেলিম উদ্দিন জানান, আহত গাফফারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’