সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

আলভারেজের ‘ডাবল টাচ’

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২:৫৮ এএম

ক্রিকেটের নিয়মকানুন যেমন প্রবর্তন করে থাকে মেরিলিবোন ক্রিকেট ক্লাব তেমনি ফুটবলের আইনসমূহ জারি করে থাকে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এই প্রতিষ্ঠান প্রবর্তিত ১৪.১ নম্বর আইনে বলা আছে, ‘যদি শুটার তার শট নেওয়ার পর আবার বল স্পর্শ করেন, তাহলে সেটি অনিয়ম হিসেবে গণ্য হবে।’ এ অনিয়মেরই প্রচলিত নাম ‘ডাবল টাচ’, যা পেনাল্টি শুটআউটে ঘটলে শাস্তি হিসেবে প্রতিপক্ষ পেয়ে থাকে ইনডিরেক্ট ফ্রি কিক। টাইব্রেকের সময় হলে বাতিল হয় সেই গোল। এই নিয়মটির কবলে পড়েই বুধবার রাতে কপাল পোড়ে আতলেতিকো মাদ্রিদের। বাতিল হয় জুলিয়ান আলভারেজের করা গোলটি। পরে লুকাস ভাজকেজের নেওয়া শটটি ওবলাক ঠেকিয়ে দিলেও মার্কোস লোরেন্তের শট ক্রসবারে লেগে বেরিয়ে গেলে পিছিয়ে পড়তে হয় আতলেতিকোকে। আর শেষ পর্যন্ত হারতে হয় ম্যাচ।

আলভারেজের গোল বাতিল হওয়ার পেছনে অবদান রয়েছে রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়ার। মনে সন্দেহ জাগায় পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াকের কাছে আপত্তি তোলেন কোর্তোয়া। রেফারি সাহায্য নেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের। ভিডিও রিপ্লেতে ধরা পড়ে ডাবল টাচের বিষয়টি। দেখা যায় আলভারেজের বাম পা পিছলে গিয়ে একেবারে হালকা স্পর্শ করেছিল বলকে। ফলে নিয়ম অনুযায়ী বাতিল করতে হয় গোল। এ নিয়ে কোর্তোয়া জানান, ‘আমার মনে হয়, তারা (রেফারি) আগেই বুঝতে পেরেছিলেন। আমরা যখন সংশয়ের কথা বলেছি, এর আগে তারা নিজেরাই শনাক্ত করতে পেরেছিলেন। শুরুতে আমি বুঝতে পারিনি। পরে আমি এটা দেখেছি (ভিডিও) এবং মনে হয়েছে, সে দুইবার বলে স্পর্শ করেছে, তার বাঁ পা লেগেছে বলে।’

তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নিয়ে সংশয় প্রকাশ করেন আতলেতিকো কোচ ডিয়েগো সিমিওনে। বলেন, ‘ফুটেজ দেখেছি আমি। গোল হয়েছে কি হয়নি, এটা নিয়ে বিতর্কের অবকাশ আছে। জুলিয়ান যখন শট নিয়েছে, বল তো একটুও নড়েনি। পেনাল্টি শুটআউটে ভিএআর রিভিউ হতে আমি কখনো দেখিনি কখনো নয়।’ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে কেউ ডাবল টাচ হতে দেখেছেন কি না, সেই চ্যালেঞ্জও ছুড়ে দেন সিমিওনে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত