মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডের এক শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত ওই শ্রমিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ শ্রমিক ওমর আলী (৫৫) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মধ্যম পাটুলী গ্রামের জোবেদ আলীর ছেলে। গতকাল ভোরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুরের সিটি ইকোনমিক জোনসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।